The Daily Adin Logo
সারাদেশ
মো. তাওহীদ কবির, টঙ্গী

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

হোটেল জাভান: পুলিশ এলে বন্ধ, চলে গেলে আবার জমজমাট

হোটেল জাভান: পুলিশ এলে বন্ধ, চলে গেলে আবার জমজমাট

টঙ্গীতে হোটেল জাভান যৌথবাহিনীর অভিযানে সিলগালা কর দেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি হোটেলটি নাকি গোপনে চালু হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে গেলে আবারও চালু হয়। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় অবস্থানরত জাভান হোটেলে এমন চিত্র দেখা যায়।

হোটেল জাভানের দায়িত্বরত কর্মকর্তা মো. সায়মন খান জানান, আমাদের বার চালানোর অনুমতি রয়েছে। আমাদের হোটেল বন্ধ রাখার কোনো নিয়ম নেই এবং বন্ধ রাখতে পারে না।

 

তাই আমাদের হোটেল চলমান রয়েছে। কিন্তু আজ কেনো পুলিশ এসেছে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

একাধিক সূত্রে জানা যায়, টঙ্গীর হোটেল জাভানে রাত হলেই চলতো মদ খাওয়া আর মেয়ে নাচানোর প্রতিযোগিতা। সেই সাথে টাকার ছড়াছড়ি।

এখানে সহজেই ভাড়ার বিনিময়ে পাওয়া যায় সিঙ্গেল সিঙ্গেল রুম। রয়েছে দেশি-বিদেশি ব্রান্ডের মদের বিপুল সমাহার।

যদিও একাধিকবার প্রশাসন হোটেল জাভান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবু তাদের বেচাকেনা ও ব্যবসাটি বন্ধ হয়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, হোটেল জাভান ভাঙ্গাচুড়া অবস্থায় আছে আমি জানি।

এমতাবস্থায় হোটেলে নাকি বাতি জ্বলছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে কাউকে আটক করা যায়নি। পুলিশ পৌছার সংবাদে তারা বন্ধ করে দেয় হোটেলটি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ নভেম্বর যৌথবাহিনীর অভিযানে নারী-পুরুষকে আটকের পর হোটেলটি সিলগালা করা হয়।

এ সময় ১১শ’ লিটার দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.