The Daily Adin Logo
সারাদেশ
ময়মনসিংহ ব্যুরো

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে অষ্টমীর স্নানে এসে পুণ্যার্থীর মৃত্যু

ময়মনসিংহে অষ্টমীর স্নানে এসে পুণ্যার্থীর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানোৎসব পালন করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক বৃদ্ধ সনাতন ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্রের পাড়ে এ ঘটনা ঘটে। মৃত রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেল গ্রামের রাজ কুমার চন্দ্র দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার সকাল ৮ টার দিকে বাড়ি থেকে পরিবারের লোকজন নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নান করতে আসেন রাম লাল চন্দ্র দে। পৌনে এগারোটার  দিকে পুণ্য স্নান করে পাড়ে উঠেন রাম লাল। ক্রাচে ভর দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রাম লাল। এমন সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথেই তিনি মারা যান। রাম লাল দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে বলেন, বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করে উঠতেই তিনি মারা যান। এখন মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী শবদাহ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, স্নান করতে আসা রাম লালের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার  মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.