The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

বাগেরহাটে বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগেরহাটে বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। গত ২৭ মার্চ রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের গাজীর ঘাট এলাকার শিকদার মহলে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল হক শিকদার জানান, উপজেলার তেলিগাতি ইউনিয়নের গাজীরঘাট গ্রামে কৃষক আব্দুল হক শিকদার সঙ্গে প্রতিবেশী ওয়াহিদুল গাজীর দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।

ওই বিরোধের জের ধরে ঘটনার দিন গভীর রাতে ওয়াহিদুল গাজী, হোসেন হাজরা, আলাউদ্দিন, সেন্টু, মহিদুল মাস্টার, জামাল শেখ, সুমন শেখ, তারেক রহমান ও সোবান শেখ সহ ২০ থেকে ২৫ সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আব্দুল হক শিকদার, আব্দুর রব শিকদার ও তার ভাইয়ের বাড়িতে রাতের আধারে বসত ঘরের বেড়া কেটে ঢুকে তাদের পরিবারের সদস্যদের চোখ, হাত ও পা বেধে ঘরের বাইরে এনে ভাংচুর, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিমাবাদ কলেজের ছাত্রী সাংবাদিকদের জানায়, তারেক, সেন্টু হাজরা, হাসিব গাজী অস্ত্রের মূখে জিম্মি করে আমাকে ও আমার আম্মুকে হাত, পা বেধে ঘরের বাইরে বের করে আমাদের ঘরে কাঠের বাক্সে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিস পত্র লুট করে ঘরবাড়ি আগুন দিয়ে সব পুড়ে ছাই করে দিয়েছে ওরা।

আমি ওদের কাছে বলেছিলাম আমার কলেজ ব্যাগটি ফিরিয়ে দিতে আর আমার কিছু চাইনা। ওরা আমাকে তা দেয়নি। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমরা এই অন্যায়ের বিচার চাই।

ওয়াহিদুল গাজী নিজেকে নির্দোশ দাবি করে বলেন, এই ঘটনার সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা থাকলে আমি আমার শাস্তি দাবী করি। একটি মহল পরিকল্পিত ভাবে আমাকে এঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

বাগেরহাট মোরেলগঞ্জ থানার ওসি শেখ রাজীব আল রশীদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.