The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

আপডেট: রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে জরিমানা

বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে জরিমানা

কুষ্টিয়ায় বেশি ভাড়া আদায়ের অপরাধে বাসের ২ কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) মজমপুর বাস কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কুষ্টিয়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

জানা গেছে, কুষ্টিয়া মজমপুর গেট থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে টিকিটে ভাড়া মূল্য না লেখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কুষ্টিয়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন, ঈদে বাড়িতে আসা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.