The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাবা মাসুদুর রহমান মাসুদ (৫০)। এ দিন সকাল ১০টায় ছেলে আশিকের দাখিল পরীক্ষা। তাই বাবার মরদেহ বাড়িতে রেখে চোখ ভরা জল নিয়ে সে কেন্দ্রে যায়।

আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রে আল-কোরআন বিষয়ে পরীক্ষা দিচ্ছে। মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

মৃতের স্বজনরা জানিয়েছেন, আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তার বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। বাড়িতে বাবার মরদেহ রেখে সকালে পরীক্ষা দিতে গেছে আশিক। দুপুর ১টায় পরীক্ষা শেষে ছেলে বাড়িতে ফেরার পর জানাজা শেষে মাসুদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তিনি সকালে তাদের বাড়িতে যান।

বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সান্ত্বনা দিয়ে সাথে করে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। 

ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখছেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.