The Daily Adin Logo
সারাদেশ
লালমনিরহাট প্রতিনিধি

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

দুধের সন্তান বিক্রি করে লাপাত্তা বাবা

দুধের সন্তান বিক্রি করে লাপাত্তা বাবা

লালমনিরহাটে দুধের সন্তানকে বিক্রি করে লাপাত্তা হওয়া আশরাফুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে অভিযোগ থানায় করেছেন ওই সন্তানের মা। গত বুধবার বিকালে সন্তানের আপন বাবা আশরাফুলসহ চার জনের নামে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দেন মা শাহনাজ বেগম।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে।

অভিযুক্ত আশরাফুল ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শাহনাজ তার সাবেক স্ত্রী এবং একই এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ৩ বছর আগে শাহনাজ বেগমের সাথে বিয়ে হয় আশরাফুলের। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে বিবাদ চলে আসছিল তাদের সংসারে। এরই মাধ্যে কন্যা সন্তানের মা হন শাহনাজ। কন্যা সন্তান জন্ম দেওয়ায় ক্ষিপ্ত হয় স্বামী আশরাফুল ৷ 

একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। পরে কৌশলে এক বছরের সন্তানকে এক প্রতিবেশীর কাছে বিক্রি করে পালিয়ে যায় আশরাফুল ইসলাম।

নাড়ি ছেঁড়া ধন বিক্রির কথা শুনে স্থানীয় মাতব্বরদের দুয়ারে দুয়ারে ঘুরে নিস্ফল হয়ে ফেরেন মা শাহনাজ বেগম। অবশেষে বিক্রি হওয়া সন্তানকে ফিরত পেতে  বুধবার সাবেক স্বামী আশরাফুল ইসলামকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা শাহনাজ ।

এ ব্যাপারে শিশুটির পালক বাবা জানান, ‍‍`আমাদের সংসারে কোন সন্তান নেই। তাই স্থানীয়দের মাধ্যমে শিশু আরফিনাকে তার বাবার কাছ থেকে কিনে নিয়েছি‍‍`।

শিশুটির মা শাহনাজ বেগম জানান, “আমার মেয়েকে নিয়ে বিক্রি করেছে যৌতুক লোভী আমার সাবেক স্বামী আশরাফুল। দুধ না পেয়ে আমার মেয়ে কান্না করছে আর আমিও বাচ্চাকে খাওয়াতে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমার বাচ্চাকে ফেরত পেতে অনেকের হাতে পায়ে ধরেছি কেউ আমাকে সহযোগীতার হাত বাড়ায় নাই । তাই বাধ্য হয়ে থানায় দারস্থ হয়েছি। আমি আমার নাড়ি ছেড়া ধনকে ফেরত চাই।”

আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.