The Daily Adin Logo
সারাদেশ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আদমদীঘিতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ১২০ পিস নেশার এ্যাম্পুল ইনজেকশনসহ ইমরান হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর শারীব এগ্রো ফার্মের সামনে উল্লেখিতি পরিমান এ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শুক্রবার সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের পূর্ব পাশে শারীব এগ্রো ফার্মের সামনে মাদক বিরোধী চেকপোস্ট বসানো হয়।

দুপুর ১টার দিকে বগুড়াগামী একটি সিএনজি তল্লাশি করা কালে সিএনজির যাত্রী ইমরান হোসেনের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য ১২০পিস নেশার এ্যাম্পুল ইনজেকশন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.