The Daily Adin Logo
সারাদেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ীতে চোর চক্রের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৯

সরিষাবাড়ীতে চোর চক্রের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৯

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে একটি চোর চক্রের ৫ সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন জুয়াড়ি এবং একজন মাদক ব্যবসায়ী রয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করে সরিষাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলেন-সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী এলাকার সুন্দর আলীর ছেলে সাজ্জাদ হোসেন স্বচ্ছ (২৬), রাসেল মিয়ার ছেলে রাজ মিয়া (১৯), সোহেল চাকলাদারের ছেলে সূর্যা চাকলাদার (১৯), চাঁদ শিমলা গ্রামের নুরুল হকের ছেলে কামাল হোসেন (২০) এবং মহাদান ইউনিয়নের ফরিদ পাঠানের ছেলে সনি পাঠান (২৫)।

এছাড়া গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন-পৌরসভার আব্দুল জব্বারের ছেলে মামুনুর রশিদ, দুদু মিয়ার ছেলে ছানোয়ার হোসেন এবং হযরত আলীর ছেলে মজনু মিয়া।

মাদকসহ আটক ব্যক্তি হলেন চাপারকোনা গ্রামের তাজিন মিয়া, যার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই চোর চক্রটি সরিষাবাড়ীর বন্ধ আলহাজ জুটমিল থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল।

সর্বশেষ শুক্রবার রাতে তারা মিলের সুইচবোর্ড এটেনডেন্ট কক্ষে ঢুকে মেশিনের লোহার তৈরি প্রায় ২০টি পিনিয়াম চুরি করে, যার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে তিনজন জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৫ জন চোর, ৩ জন জুয়াড়ি ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.