The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

কক্সবাজারে ছাত্রলীগের হাতে বিএনপি নেতা খুন

কক্সবাজারে ছাত্রলীগের হাতে বিএনপি নেতা খুন

কক্সবাজারের মহেশখালীতে এক বিএনপি নেতা খুন হয়েছে। তাকে লাঠি দিয়ে পিটেয়ে হত্যা করা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এ খুনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বিএনপি নেতার নাম আবদুর রশিদ (৫৫)। তিনি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। এছাড়া কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন রশিদ।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম অমিত হাসান। তিনিও একই এলাকার বাসিন্দা। এবং কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন তিনি।

নিহতের ভাতিজা জাহেদ হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এলাকার একটি পুকুরপাড়ে চাচার সঙ্গে অমিত হাসানের রাজনৈতিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

এর একপর্যায়ে ছাত্রলীগ নেতা ও তার বড় ভাই কামরুল হাসান লাঠি দিয়ে পিটিয়ে আমার চাচাকে আহত করেন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালেভর্তি করি। শরীরের অবন্নতি দেখা দিলে  পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, নিহত আবদুর রশিদ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য। ওই ছাত্রলীগের নেতার নেতৃত্বে তার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারেরদাবি করছি।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করেছে। অমিত হাসানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.