The Daily Adin Logo
সারাদেশ
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

নলডাঙ্গায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা

নলডাঙ্গায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা

নাটোরের নলডাঙ্গায় ৩শবছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও একদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।

বৈশাখ মাসের ৩১ই বৈশাখ শিবপূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গালখলসি বারনই নদীর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ এপ্রিল) হাজড়া নাচের মাধ্যমে এই মেলা শুরু হয়। বিকেল সাড়ে সাড়ে ৫টার পর থেকে চড়ক পূজা,চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও একজন ব্যক্তির পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়। 

স্থানীয় এলাকাবাসী,রমনিকান্ত হালদার,জিতেন হালদার বলেন,এটি ৩শ"বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। এই গ্রামীণ মেলায় মানুষের উপচে পড়া হয়। বাঙ্গালখলসির বারনই নদীর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পূজা ও মেলা উপলক্ষে দুই-তিন আগে থেকেই আত্নীয়,স্বজনদের আগমন ঘটে।

পুজা কমিটির সভাপতি অরুন কুমার জানান, প্রায় ৩শ বছর ধরে এটি চলে আসছে। বৈশাখ মাসের ৩১ তারিখের দিনে এই মেলা হয়। এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দুই-তিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.