The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পিরোজপুরের সাবেক এমপি মহারাজের নামে দুদকের মামলা

পিরোজপুরের সাবেক এমপি মহারাজের নামে দুদকের মামলা

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে মামলা করেছে দুদক।  
কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে তার নামে এ মামলা করা হয়। 
এ সংক্রান্ত পৃথক ৮ মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনকে আসামি করা হয়েছে। পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা হয়েছে।  

শুক্রবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়। 

দুদকের জনসংযোগ দফতর জানায়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট এক হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এ মামলায় আসামি করা হয়েছে পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার এবং মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজসহ ২৭ জনকে আসামি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ। 

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন এর বড় পুত্র। গত ৫ আগষ্টে ছাত্র -জনতা বিপ্লবের পর ফ্যাসিস্ট হাসিনার পালানোর সাথে সাথে মহারাজসহ তার পরিবারের সকলে আত্মগোপনে চলে যায়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.