The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: সোমবার, ২১ এপ্রিল ২০২৫

যশোরে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, শীর্ষ নেতারা অধরা 

যশোরে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, শীর্ষ নেতারা অধরা 

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী।

এদিকে, একই দিন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিলেন। রোববার বিকেলে উপজেলার বেনেয়ালী থেকে জাহাঙ্গীর আলম মুকুলকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে নাভারণ পেট্রল পাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয় শাহজাহান আলীকে।

এদিকে, এদিন দুপুরে পুলিশের কয়েকটি টিম শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়ি, যশোর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলনের’ বাড়ি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়ি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুলের বাড়ি ও  সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে অভিযান পরিচালনা করে।

কিন্তু কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে তাদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.