The Daily Adin Logo
সারাদেশ
বরগুনা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বরগুনায় পৌর যুবলীগের সভাপতিসহ ৩ নেতাকর্মী আটক

বরগুনায় পৌর যুবলীগের সভাপতিসহ ৩ নেতাকর্মী আটক

বরগুনার আমতলীতে মিছিলের প্রস্তুতি সভা থেকে পৌর যুবলীগ সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাড. আরিফ-উল হাসান আরিফসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আমতলী থানা পুলিশ।  

বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরসভার ওয়াবদা সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ যুবলীগের কিছু নেতাকর্মী নিয়ে পৌর শহরের ওয়াবদা সড়কের একটি বাসায় মিছিলের প্রস্তুতি সভা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ ওয়াবদা সড়কের ওই বাসায় অভিযান পরিচালনা করেন। ওই সময় পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, নিষিদ্ধ ঘোষিত আঠারগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান হাসিব ও সদস্য মিরাজ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটকের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আটক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই এখন গা-ঢাকা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোবাইল ফোনে বলেন, পৌর যুবলীগের সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ।

আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও শুধু হয়রানি করতেই মিথ্যা অভিযোগে তাদের তিনজনকে আটক করা হয়েছে। 

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, মিছিলের প্রস্তুতি সভার খবর পেয়ে ওয়াবদা সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলমান।

আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.