The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আপত্তিকর ভিডিও পোস্ট দিয়ে বহিষ্কার হলেন বিএনপি নেতা

আপত্তিকর ভিডিও পোস্ট দিয়ে বহিষ্কার হলেন বিএনপি নেতা

নোয়াখালীর সুবর্ণচরে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, কাজী আলমঙ্গীর সুবর্ণচর উপজেলা বিএনপি নোয়াখলীর সহ-সভাপতি। আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক স্খলনজনিত কারণে জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া হতে নির্দেশিত হয়ে আপনাকে দলের প্রাথমিক সদস্য ও সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো।

জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয় ফলে তাকে বহিষ্কার করা হয়। 

এদিকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর বলেন, আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানি না। আর একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে। তারাই ষড়যন্ত্রের কারিগর।

সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, চারিত্রিক স্খলনের কারণে বিএনপির গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার নির্দেশক্রমে কাজী আলমগীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.