The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

চোরের ‘থাবায়’ বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা

চোরের ‘থাবায়’ বিপর্যস্ত কালীগঞ্জের খামারিরা

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির ঘটনা নিত্যদিনের খবর হয়ে উঠেছে। প্রশাসনের নানা উদ্যোগ, পিকআপ জব্দ, চোর আটক, এসবের পরও থামছে না গরু চুরি।

রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামে সোহান শেখের বাড়ি থেকে দুটি গাভী চুরি হয়।

সোহানের মতো অসংখ্য খামারি ও কৃষক গরু চুরির আতঙ্কে রয়েছে বলে এলাকাবাসী জানান। 

ভুক্তভোগী সোহান শেখ বলেন, ‘পুলিশ গরু উদ্ধার করে, চোর ধরে, কিন্তু গরু চুরি বন্ধ হয় না।’ 

স্থানীয়রা জানান, রাত জেগে গরু পাহারা দিতে হয়। চোর ধরা পড়লেও আইনি প্রক্রিয়া বা শাস্তির ভয় নেই বলেই বারবার চুরি হচ্ছে।’

স্থানীয় কয়েকজন বলেন, ‘পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় গরু চোরদের প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলে কিছুটা হলেও গরু চুরি রোধ হবে।’

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘যেসব এলাকায় গরু চুরির প্রবণতা বেশি, সেখানে পুলিশ টহল জোরদার করেছে। সম্প্রতি অভিযান চালিয়ে গরু উদ্ধার, পিকআপ জব্দ ও চোর আটক করেছি।’ 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.