The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতালকে ২ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতালকে ২ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার এবং কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাতে তিনি এ দণ্ডাদেশ প্রদান করেন।   

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ লঙ্ঘনের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মো. আল আমিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ পৌর এলাকার মুনসুরপুর গ্রামের আব্দুল বাসেদ মিয়ার ছেলে আরিফুর রহমান (৪৯), যিনি সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার হিসেবে কর্মরত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, তার প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ জন্য তাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, নরসিংদীর পলাশ উপজেলার ফায়সাল (৩৪), যিনি কালীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। তাকেও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, ‘জনস্বাস্থ্য এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.