The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ভারতীয় হাতির ভয়ে আতঙ্কে বাংলাদেশিরা

ভারতীয় হাতির ভয়ে আতঙ্কে বাংলাদেশিরা

ভারতীয় সীমান্ত পেরিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হাতির পাল  ঢুকে পড়ছে। খাবারের সন্ধানে আসা এসব হাতি ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। ঘরবাড়িতে তাণ্ডব চালানোসহ নষ্ট করছে গাছপালাও। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওইসব এলাকাজুড়ে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জাগিরপাড়া এলাকায় বন্য হাতির একটি পালকে দেখা যায়। পালে থাকা ১৫ থেকে ২০টি হাতি মিলে এলাকার কাঁচাপাকা ধানখেতে তাণ্ডব চালায়। পরে স্থানীয় লোকজন টর্চলাইট জ্বালিয়ে লাঠিসোটা ও আগুনের মশাল দিয়ে হাতিগুলোকে ভয় দেখায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, খাবারে সন্ধানে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে প্রতি বছর বন্যহাতির পাল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় এসব হাতি  ফসল, ঘরবাড়ি থেকে শুরু সবখানেই তাণ্ডব চালায় তারা।

সীমান্তবর্তী এলাকার কৃষক আবুল মিয়া বলেন, ‘হাতির পাল আমাদের খেতের ফসল খেয়ে ফেলে প্রতি বছরই। এদের অত্যাচার থেকে কবে মুক্তি পাব জানি না।’

রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বলেন, ‘হাতির আক্রমণ হচ্ছে সীমান্ত এলাকায় সবচেয়ে বড় সমস্যা । হাতির তাণ্ডবে দিশেহারা এ অঞ্চলের মানুষ। প্রতি বছরেই ফসলের ব্যাপক ক্ষতি করে এসব বুনো হাতির পাল।’

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ‘হাতি আসার বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.