The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বরগুনায় ভারী বৃষ্টিতে ধসে পড়ল লোহার সেতু

বরগুনায় ভারী বৃষ্টিতে ধসে পড়ল লোহার সেতু

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে একটি লোহার সেতু। এতে কয়েক হাজার মানুষ যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

সেই সঙ্গে বিপাকে পড়েছেন বিদ্যালয়গামী শিক্ষার্থীরা। 

জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল নয়টার দিকে ভারী বৃষ্টির সময় বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী গ্রামে আগাপাড়া খালের ওপর নির্মিত লোহার সেতু ধসে খালে পড়ে।

এলাকাবাসী জানান, ২০০৪ সালে নির্মিত সেতুটি নড়বড়ে হয়ে আছে অনেক দিন। দ্রুত বিকল্প ব্যবস্হা চালু না হলে চরম ভোগান্তিতে পড়তে হবে। এলাকার নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষের যোগাযোগের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হবে।

পুলটি ধসে পড়ার বিষয়ে প্রভাষক ফারুক আহমেদ বলেন, এই সেতু দিয়ে আগাপাড়া, ছোনবুনিয়া গ্রামের মানুষজন বরগুনা সদরসহ অন্যান্য বাজারে যাতায়াত করত। পুলটির পশ্চিম পাড়ে পালের বালিয়াতলী সরকারি বিদ্যালয়গামী এবং রাখাইন পাড়া মাধ্যমিক বিদ্যালয়গামী শতাধিক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত এখানে বিকল্প ব্যবস্হা গ্রহণের দাবি জানাচ্ছি।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, লোহার সেতু ধসে পড়ার বিষয়টি শুনেছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্হা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.