The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ০২ মে ২০২৫

আপডেট: শুক্রবার, ০২ মে ২০২৫

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় দুই ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। 

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

হস্তান্তরের পর দুই বাংলাদেশিকে বিজিবির ক্যাম্পে আনা হয় বলে নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।

এর আগে দুপুরে বিরলের ধর্মপুর ইউনিয়নের ৩২০/৯ এস সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা থেকে ধান কাটার সময় দুই কৃষক মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।

আটক হওয়া ভারতীয়রা হলেন, পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের অবিনাশ টুডু (২০) ও ফিলিপ সরেণ (৩০)।

ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

বিজিবির ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনায় বসে এবং শান্তিপূর্ণভাবে নাগরিকদের হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৪ জানুয়ারি এই সীমান্তেই এক বাংলাদেশি কিশোরকে বিএসএফ ধরে নিয়ে গেলে গ্রামবাসী এক ভারতীয় কৃষককে আটক করেছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.