The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

শনিবার, ০৩ মে ২০২৫

আপডেট: শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ওসি ও এএসআই আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ওসি ও এএসআই আহত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় নওগাঁর বদলগাছী থানার ওসি মো. শাহজাহান আলী (৫০) ও এএসআই মেহেদী হাসান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   

শুক্রবার (২ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটে। কাহালু থানার ওসি  আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার শেষ রাতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী ও এএসআই মেহেদী হাসান বদলগাছী থেকে একটি প্রাইভেটকারে চড়ে বগুড়া শহরে আসার পথে সান্তাহার অভিমুখী একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে, প্রাইভেটকারের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় অফিসার ইনচার্জ ওই দুইজন আহত হন। সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.