The Daily Adin Logo
সারাদেশ
পাবনা প্রতিনিধি

বুধবার, ০৭ মে ২০২৫

আপডেট: বুধবার, ০৭ মে ২০২৫

পাবনায় ভাইয়ের হাতুড়ির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

পাবনায় ভাইয়ের হাতুড়ির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

পাবনায় ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে আব্দুল ওহাব মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার  (৬ মে) রাত ৩টার দিকে সদর উপজেলার চরতারাপুরে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।

ছোট ভাই আরব মন্ডল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় আব্দুল ওহাব গিয়ে মারধর করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান ছোট ভাই আরব।

নিহত আব্দুল ওহাব পাবনা সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে।

অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব মারধর করতে নিষেধ করেন। এতে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বুধবার (৭ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আরব মন্ডল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.