The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ১০ মে ২০২৫

আপডেট: শনিবার, ১০ মে ২০২৫

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

কু‌ড়িগ্রামের উলিপু‌রে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছে। শ‌নিবার (১০ মে) দুপুর তিনটার দিকে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিখোঁজ দুই ভাইয়ের নাম- ইমরান হোসেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২)। তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

বুড়াবুড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস‌্য লোকমান হা‌কিম এ বিষয়টি নি‌শ্চিত করেছেন।

স্থানীয় বা‌সিন্দা আবু সাঈদ বলেন, ছয় বছর আগে ইমরান ও ইব্রাহি‌মের বাবা-মায়ের বি‌চ্ছেদ হয়। এরপর মা ইস‌মো তারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে তারা দু‌ই ভাই চর জলাঙ্গারকু‌ঠিরতে নানার বা‌ড়িতে থা‌কে।

তিনি বলেন, দুপুরে  রা‌ফি ইসলাম, ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদীতে গোসল ক‌রতে নামে। এ সময় রা‌ফি তীরে উঠতে পারলেও তারা দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি ক‌রলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। 

এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয়‌টি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেয়া হ‌চ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.