The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১১ মে ২০২৫

আপডেট: রবিবার, ১১ মে ২০২৫

লিচু চাষে আশাবাদী বীরগঞ্জের বাগান মালিকরা

লিচু চাষে আশাবাদী বীরগঞ্জের বাগান মালিকরা

আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের বীরগঞ্জে লিচুগাছে প্রচুর লিচু ধরেছে। গাছভর্তি থোকা থোকা ছোট লিচু দেখে বাগান মালিকরা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। এখন চলছে পরিচর্যার ব্যস্ততা।

উপজেলার বিভিন্ন এলাকায় বেদানা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না থ্রি লিচু চাষ বেশি হয়। সুস্বাদু হওয়ায় এসব জাতের লিচুর চাহিদা দেশজুড়ে। এ ছাড়া দেশিও জাতের লিচুও চাষ হয়েছে। 

উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও এলাকার বাগান মালিক মাসুদুর রহমান বলেন, ‘এ বছর লিচু গাছে প্রচুর গুটি এসেছে। এমন দৃশ্য গত কয়েক বছরেও দেখা যায়নি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছি।’ 

একই এলাকার আরেক বাগান মালিক সাঈদ সরকার বলেন, ‘লিচুর গুটি দেখে আমরা অনেক আশাবাদী। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই না লাগলে এবার ভালো ফলন হবে বলে আশা করছি। দাম ভালো থাকলে লাভবানও হব। বাগানগুলোতে এরই মধ্যে পরিচর্যার কাজ শুরু হয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেক মানুষের।’

বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের বাসিন্দা হুমায়ূন আহমেদ বলেন, ‘প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লিচুগাছ পরিচর্যার কাজ করি। এতে প্রতিদিন ৭০০ টাকা আয় হয়।’

বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, ‘বীরগঞ্জে আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় প্রতিবছরই এখানে চাষ বাড়ছে। এ বছর ১৭১ হেক্টর জমিতে ৩৪৫টি লিচু বাগান রয়েছে। কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গুটি ঠিকমতো বড় হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় প্রায় ১৭ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.