The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১১ মে ২০২৫

আপডেট: রবিবার, ১১ মে ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনায় হিলি সীমান্তে সতর্ক পুলিশ ও বিজিবি

ভারত-পাকিস্তান উত্তেজনায় হিলি সীমান্তে সতর্ক পুলিশ ও বিজিবি

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা মধ্যে দিনাজপুর জেলার হিলি সীমান্তে সতর্কতার সঙ্গে অবস্থান করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। 

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক বলেন, সীমান্তে সার্বক্ষণিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় আছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

অন্যদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের পুলিশের টিম নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তেও টহল দিচ্ছে।”ল্লেখ্য, গত কিছুদিন ধরেই বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারত। এরইমধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটকও করেছে বিজিবি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.