The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আ.লীগের দাপটে কবিরাজ মোজাম্মেলের রমরমা ব্যবসা, অতঃপর...

আ.লীগের দাপটে কবিরাজ মোজাম্মেলের রমরমা ব্যবসা, অতঃপর...

আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গাজীপুরে দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন দলটির নেতা কথিত কবিরাজ মোজাম্মেল হক। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মেট্রোপলিটন সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোজাম্মেল হক গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কোনাবাড়ী এলাকার প্রভাবশালী একজন নেতা ছিলেন। একই সঙ্গে তিনি কোনাবাড়ী এলাকার আলোচিত ‘সাত তলা কবিরাজ বাড়ি’ -এর প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত কবিরাজ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে মোজাম্মেল হক দীর্ঘদিন ভুয়া চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি সরকারি জমি দখল, অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, তার কবিরাজি কার্যক্রমের আড়ালে একটি আর্থিক প্রতারণা চক্রও গড়ে উঠেছিল।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই আবুল কাশেম জানান, গত ৭ ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় আবুল কাশেম নিহত হন। ওই হত্যা মামলায় মোজাম্মেল হক কবিরাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.