The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মাদারীপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার আ. লীগ নেতা

মাদারীপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার আ. লীগ নেতা

মাদারীপুরের শিবচরে গরু চুরি করতে গিয়ে শাহীন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা গণপিটুনিতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টায় মাদবরেরচর ইউনিয়নের শিং কান্দি বজলু মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

শাহীন সরকার চরজানাজাত ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান রায়হান সরকারের বড় ভাই।

শাহীন সরকারের বিরুদ্ধে শিবচর উপজেলাসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানাস, গরু চুরি করে ভোরে পালানোর সময় এলাকার জনগণ ধরে তাকে বেধড়ক গণপিটুনি দেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.