The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি : মির্জা আব্বাস

কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি : মির্জা আব্বাস

আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘এখনো একই অবস্থা। তাই স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

মির্জা আব্বাস বলেন, ‘তাই দলীয় নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি কাউকে শত্রু ভাবে না। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন বিএনপির অনেক শত্রু। তাই নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত।’

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের কথা বললে ওদের গায়ে জ্বালা শুরু হয়। ১৭ বছর বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করেছে। আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করায় জুলাই গণ-অভ্যুত্থানে তাদের পতন হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে কোনো গণমাধ্যমে সংবাদ করা হয় না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়ায় কোনো সমালোচনা নেই।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। আমরা বলেছি, চাঁদাবাজদের ধরেন। এখন তো বিএনপি ক্ষমতায় নেই। তাহলে যারা চাঁদাবাজি করে, তাদের ধরেন। কই তাদের তো ধরা হচ্ছে না।’

তিনি বলেন, ‘গত আট মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যে অভিযোগে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, এখনো তো সেই অভিযোগ আছে। সাহস থাকলে তাদেরও ধরেন। কিন্তু আপনাদের সেই সাহস নেই।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.