The Daily Adin Logo
সারাদেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৮ মে ২০২৫

আপডেট: রবিবার, ১৮ মে ২০২৫

মুন্সীগঞ্জে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

মুন্সীগঞ্জে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত ডিআইজি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ (৬৮)। তিনি উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামের মৃত হাসান উদ্দিন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ থানায় এসে নিজেকে অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে একটি হারানো জিডি করার চেষ্টা করেন। এ সময় ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফার কাছে নিজের পরিচয় তুলে ধরেন তিনি।

তবে অফিসারের কাছে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ২০০৬ সালে অবসরে গেছেন। বিষয়টি তার বয়সের সঙ্গে না মিলায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে থানার ওসি শাকিল আহমেদ নিজে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের বিভিন্ন পেশাগত বিষয়ে প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং পরিস্থিতি আঁচ করতে পেরে শেষমেশ স্বীকার করেন তিনি ডিআইজি নন।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরও জানান, তিনি একজন সুদের ব্যবসায়ী এবং পেশায় তাঁতিবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনি শ্রীনগর থানায় আটক রয়েছেন।

ওসি শাকিল আহমেদ জানান, লোকটি অতিরিক্ত ডিআইজি পরিচয় দিয়ে থানায় একটি হারানো জিডি করতে আসেন। পরিচয় যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে কৌশলে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় তিনি একজন প্রতারক।

ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায় মামলার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.