The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৯ মে ২০২৫

আপডেট: সোমবার, ১৯ মে ২০২৫

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরের বীরগঞ্জের ২৯ মাইল এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে মাইক্রোবাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত‌রা হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক ও অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি।

জানা গেছে, বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লে দুইজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ওসি ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.