The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৯ মে ২০২৫

আপডেট: সোমবার, ১৯ মে ২০২৫

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রাজাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শামসুল হক (২৫) উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করে আনার জন্য শামসুলসহ ৪-৫ জন প্রবেশ করেন। এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে শামসুল হকের বাম কাঁধে ২টি ছররা গুলি লাগে। 

পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা অন্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সুনামগঞ্জ ব্যাটেলিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ‘ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.