The Daily Adin Logo
সারাদেশ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

মঙ্গলবার, ২০ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২০ মে ২০২৫

বেনাপোলে ৫ দিনের ‘কলম বিরতি’ শেষে ফের কর্মচাঞ্চল্য শুরু

বেনাপোলে ৫ দিনের ‘কলম বিরতি’ শেষে ফের কর্মচাঞ্চল্য শুরু

বেনাপোল কাস্টম হাউসে টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’ শেষে আবারও সচল হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন। ফলে বন্দরে আবারও ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। 

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে ‘কলম বিরতি’ স্থগিত ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে, ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতিতে অংশ নেন কাস্টমস কর্মকর্তারা, যা বন্দর কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটায়।

বিশেষ করে এ বিরতির ফলে পণ্য শুল্কায়ন ও খালাস কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। যার প্রভাব পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে। তবে বিরতি প্রত্যাহারের পর কাজের চাপ সামাল দিতে সকাল থেকেই কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন।

এদিকে, ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গার্মেন্টসসহ সাতটি পণ্যের রপ্তানি স্থগিত হওয়ায় বেনাপোল বন্দরে আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো মালামাল নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টদের আবেদনের ভিত্তিতে এই ট্রাকগুলো ফেরত নেওয়া হচ্ছে। 

রপ্তানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা জানান, ভারতীয় কাস্টমস এখনো তাদের দেশীয় ব্যবসায়ীদের কোনো নিশ্চয়তা দিতে পারেনি।

উল্লেখ্য, প্রতিদিন ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোলে পণ্যবাহী প্রায় ৪৫০–৫০০ ট্রাক প্রবেশ করে। আর বেনাপোল থেকে ভারতে রপ্তানি পণ্য নিয়ে যায় ২০০–২৫০ ট্রাক।

দেশের ৭৫ শতাংশ শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল এবং খাদ্যপণ্য আমদানি হয় এই বন্দর দিয়েই। 

কাস্টমস কর্মকর্তারা জানান, বিরতি শেষ হলেও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে কাজ চলছে দ্রুততার সঙ্গেই।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.