The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ২১ মে ২০২৫

আপডেট: বুধবার, ২১ মে ২০২৫

রাঙামাটিতে আগুনে পুড়ল ৩০টি দোকান

রাঙামাটিতে আগুনে পুড়ল ৩০টি দোকান

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাণিজ্যিক এলাকা মুসলিম ব্লক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে।   

বুধবার (২১ মে) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা।
  
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে । মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলায় তথা বাজার এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ অন্তত ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এতে আনুমানিক আড়াই থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। 

ব্যবসায়ীরা বলেন, রাতে আগুন লাগার কারণে কেউ কিছু বের করতে পারেনি। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  অনেকেই বিভিন্ন এনজিও সংস্থা এবং ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। এখন তাদের কি অবস্থা হবে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.