The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ২১ মে ২০২৫

আপডেট: বুধবার, ২১ মে ২০২৫

বিক্রির জন্য আনা সাড়ে ১২ মণ সরকারি বই উদ্ধার

বিক্রির জন্য আনা সাড়ে ১২ মণ সরকারি বই উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে ১২ মণ সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ।

এ সময় আলী হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের জিরোপয়েন্ট (পোনাহাটি) এলাকা থেকে বইগুলো উদ্ধার করা হয়।

আটক আলী হোসেন উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের বাসিন্দা ও আব্দুর রাজ্জাকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন ভ্যানে করে বইগুলো নিয়ে জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তারা পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইবোঝাই ভ্যানসহ আলী হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন জানান, বইগুলো তিনি বিপ্লব নামের আরেক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন। বিপ্লব আবার এসব বই সংগ্রহ করেছেন আব্দুর রহমান নামে অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে। তবে এত বিপুল পরিমাণ সরকারি বই আব্দুর রহমান কোথা থেকে পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া বইগুলোর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং দাখিল নবম শ্রেণির পাঠ্যবই রয়েছে। বইগুলো ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে পাঠ্যক্রম পরিবর্তনের কারণে বাতিল করা হয়েছিল।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী তাহাজ্জুদ হোসেন ও অফিস সহায়ক তারিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুল হাসান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। প্রাথমিকভাবে আটক ব্যক্তি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে। তবে যারাই জড়িত থাকুক, যাচাই-বাছাই শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.