The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৩ মে ২০২৫

আপডেট: শুক্রবার, ২৩ মে ২০২৫

রৌমারীতে সমন্বয়কদের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৪

রৌমারীতে সমন্বয়কদের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মাঝে বিভিন্ন অনিয়ম নিয়ে বিতর্কের জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরের উপজেলার শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জ মিয়া অপরপক্ষ মেহেদী হাসান রনি ও রাফি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নেয় সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ। এরইমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলনও করেছেন সবুজ। বৃহস্পতিবার (২২ মে) সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অন্য সমন্বয়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে কয়েক জন তরুণ উপস্থিত হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সবুজের প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার বিষয়ে কথা বলা শুরু করেন। এ বিষয় নিয়ে সেখানে উপস্থিত লোকজন দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের চারজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাজেদুল ইসলাম সবুজ বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সব সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহীদ মিনার চত্বরে ডাকি। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু ছেলে রনজু ইসলাম এর সঙ্গে তর্কে জড়ায় এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করে।’

মেহেদী হাসান রনি জানান, ‘সবুজ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিত ভাবে হামলা করে।’  

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং এখন পরিস্থিতি শান্ত। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.