The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৩ মে ২০২৫

আপডেট: শুক্রবার, ২৩ মে ২০২৫

জুমার নামাজের সময় লুট করে পালাতে গিয়ে যুবক-যুবতী আটক

জুমার নামাজের সময় লুট করে পালাতে গিয়ে যুবক-যুবতী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট করে পালানোর সময় যুবক-যুবতীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২৩ মে) দুপুরে আখাউড়া পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক যুবক-যুবতী হলেন- কসবা উপজেলার সুমাইয়া আক্তার (২০) এবং একই উপজেলার সাইফুল ইসলাম ওরফে শাহীন (২৪)। তারা পরস্পর স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। উপজেলার কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পুরুষরা যখন মসজিদে ছিলেন। এই সুযোগে উপজেলার কলেজপাড়া এলাকায় সুমাইয়া পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন।

তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তার হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। তখন গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে আটক করেন।

এ সময় স্থানীয় জনতা তাদের আখাউড়া থানা পুলিশের কাছে দেয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.