The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২৪ মে ২০২৫

আপডেট: শনিবার, ২৪ মে ২০২৫

মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ

মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাতা সামিয়েল মার্ডি (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং প্রতিবেশী সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)।

নিহত শাশুড়ি বাহা বেসরা (৫৫) মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে সামিয়েল ও তার স্ত্রী মিনি হাসদারের মধ্যে কলহ চলে আসছিল। এসব ঘটনায় একপর্যায়ে মিনি বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে সামিয়েল খেপে গিয়ে গতকাল রাত ১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন।

এতে ঘটনাস্থলেই শ্বাশুড়ি বাহা বেসরা মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদের কুপিয়ে আহত করেন সামিয়েল। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সংবাদ পেয়ে রাত ২টায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সামুয়েলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। বাহা বেসরার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এ ঘটনার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.