The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২৪ মে ২০২৫

আপডেট: রবিবার, ২৫ মে ২০২৫

পুলিশকে ‘অবরুদ্ধ’ করে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

পুলিশকে ‘অবরুদ্ধ’ করে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুলিশকে ‘অবরুদ্ধ’ করে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় জনতা।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা একত্র হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেন। পরে  ওই আওয়ামী লীগ নেতা হাতকড়াসহ ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে কমলনগর থানার ওসি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটাত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে থানা পুলিশের কাছে দেন।

কমলনগর থানার  ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। আজ দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়।

তিনি বলেন, এ সময় পুলিশ সদস্যরা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, রাজনকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.