The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ২৬ মে ২০২৫

আপডেট: সোমবার, ২৬ মে ২০২৫

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগুড়াগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সিংড়া মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্বীন ইসলাম পরিবহন নামে একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। 

এ ছাড়াও আরও কমপক্ষে ১১ জন পার্শ্ববতী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, ‘স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন।’ 

তিনি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.