The Daily Adin Logo
সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৭ মে ২০২৫

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, বাবুরহাট ও কেদার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের তিনটি পৃথক ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে বিএসএফ ভূরুঙ্গামারী উপজেলার তিনটি সীমান্ত দিয়ে একযোগে ২৩ জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়। এর মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৬ পুরুষ ও ৩ নারী, বাবুরহাট দিয়ে ৬ পুরুষ ও ২ নারী এবং কেদার সীমান্ত দিয়ে ৪ পুরুষ ও ২ নারীকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, একই দিন ভোর সাড়ে চারটার দিকে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত দিয়েও ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তাঁরা নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.