The Daily Adin Logo
সারাদেশ
সুনামগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রক্তিনদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা ও তাতে থাকা ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সীমান্তপথে চোরাচালানকৃত এসব পণ্য উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মে) বিজিবির হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবির তথ্যমতে, নৌকাটিতে থাকা ভারতীয় পণ্যের মধ্যে ছিল ৩৪ হাজার ৯৩০ কেজি ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪২ কেজি চিনাবাদাম এবং ৫৮৭ কেজি গুড়ো দুধ। 

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, বিজিবি-৩১৫ এর সহকারী পরিচালকসহ মোট ১৮ সদস্যের একটি টিম।

লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.