The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০১ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০১ জুন ২০২৫

নেই ছাত্রত্ব, তবু কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে!

নেই ছাত্রত্ব, তবু কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে!

পড়াশোনা শেষ না করে এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রত্ব না থাকা সত্ত্বেও মৌলভীবাজারের সৈয়দ শাহ মোস্তফা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন শাফি আহমেদ। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শাফি আহমেদ কদমহাটা উচ্চবিদ্যালয়ে ১০ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, তার সর্বশেষ শিক্ষাবর্ষ ছিল ২০২২। বর্তমানে সাফির কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বের রেকর্ড নেই।

অভিযোগ উঠেছে, অছাত্রদের কমিটিতে এনে তাও পদ দিয়ে দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য ছাত্রনেতাদের বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী ছিলেন। তবে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই কোনো ছাত্রত্ব না থাকা সত্ত্বেও ছাত্রদলের মতো একটি ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। 

গত রোববার (২৫ মে) মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া এবং সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত কমিটির অনুমোদন পাওয়ার পরপরই শাফি আহমেদের ছাত্রত্বহীনতার বিষয়টি প্রকাশ্যে আসে।

ছাত্রত্ব না থাকা সত্ত্বেও কীভাবে তিনি ছাত্রদলের মতো একটি সংগঠনের কমিটিতে পদ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ঘটনা জেলা ছাত্রদলের নেতৃত্ব এবং কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

শাহ মোস্তফা কলেজে ছাত্রত্ব না থাকার অভিযোগ অস্বীকার করেছেন সাফি আহমেদ। তবে এখন তিনি কোন বর্ষে অধ্যায়নরত জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া জানান, শাফি আহমেদ নামে কেউ শাহ মোস্তফা কলেজের ছাত্রদলের কমিটিতে নেই। পরে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.