The Daily Adin Logo
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ০২ জুন ২০২৫

আপডেট: সোমবার, ০২ জুন ২০২৫

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক জাইদুর রহমান (৬০) নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জাইদুর রহমান ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

এ সময় জাইদুর রহমান মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.