The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৬ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ০৬ জুন ২০২৫

মৃত তিন গরুর পাশে বাকরুদ্ধ খামারি!

মৃত তিন গরুর পাশে বাকরুদ্ধ খামারি!

নোয়াখালীর সুবর্ণচরে কোরবানির পশুবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে এক খামারির তিনটি গরু মারা যায়। তবে দুটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার কেরামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা খামারি ডিপটি ব্যাপারী নিজ খামারে লালন-পালন করা পাঁচটি গরু বিক্রির উদ্দেশ্যে সোনাপুর হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরামতপুর এলাকায় চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারায়। 

এ সময় গরুবোঝাই পিকআপ ভ্যানটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। অনেক চেষ্টা করেও তিনটি গরুকে বাঁচানো যায়নি। দুটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন খামারি। এ ঘটনায় এলাকাজুড়ে দুঃখ ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি ডিপটি ব্যাপারী বলেন, ‘গরু লালন-পালন করে বিক্রির টাকাতেই পরিবারের খরচ চলে। আমার সব শেষ হয়ে গেল।’

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গরুর মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.