The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৯ জুন ২০২৫

আপডেট: সোমবার, ০৯ জুন ২০২৫

সেনাবাহিনীর অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে সোহান মোল্যা (২৬) নামে এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত সেনাবাহিনীর নড়াইল ও কালিয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযুক্ত সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান তার মা।

সেনাবাহিনী জানায়, উদ্ধার করা রাইফেলটি একটি টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল। যা দিয়ে অভিযুক্ত সোহান অবৈধভাবে স্থানীয়দের হুমকির মুখে ফেলছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে সোহানের বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। তবে অভিযান শুরুর আগেই সোহান ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পরে উদ্ধারকৃত অস্ত্রটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের যৌথ অভিযান সন্ত্রাস ও অবৈধ অস্ত্র চক্র নির্মূলে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.