The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৯ জুন ২০২৫

আপডেট: সোমবার, ০৯ জুন ২০২৫

দাম না পেয়ে নদীতে চামড়া ফেলা ব্যবসায়ী আটক

দাম না পেয়ে নদীতে চামড়া ফেলা ব্যবসায়ী আটক

ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীতে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পারার ক্ষোভ থেকে ফেলে দিয়েছেন শুক্কুর আলী (৪৩) নামে এক মৌসুমি ব্যবসায়ী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

রোববার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শুক্কুর আলী একই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন (৭ জুন) বিকেলে শুক্কুর আলী কোরবানি দেওয়া কিছু গরুর চামড়া কেনেন। চামড়া বিক্রি করতে পারেননি তিনি। এই ক্ষোভ থেকে সিলোনিয়া নদীতে চামড়া ফেলে দেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শুক্কুর আলীকে বলতে শোনা যায়, ‘৬০০ টাকা দিয়ে চামড়া কিনেছি, এখন বিক্রি করতে পারছি না। তাই নদীতে ফেলে দিচ্ছি।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, নদীতে চামড়া ফেলার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ভিডিওটি প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তিও তৈরি হয়েছে। এজন্য তাকে আইনের আওতায় আনা হয়।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে শুক্কুর আলীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলার প্রস্তুতি নিচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.