The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১০ জুন ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১০ জুন ২০২৫

গ্রীষ্মেও ‘শীতের কুয়াশা’ পঞ্চগড়ে

গ্রীষ্মেও ‘শীতের কুয়াশা’ পঞ্চগড়ে

প্রচণ্ড গ্রীষ্মের খরতাপের মাঝেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়।  অস্বাভাবিক এই আবহাওয়া দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১০ জুন) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে দেখা যায়।

তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা জমিরুল ইসলাম বলেন, ‘ত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে দিন-রাত কষ্টে যাচ্ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা।’

স্থানীয় মাসুদ রানা বলেন, ‘মন ব্যতিক্রমী আবহাওয়া আগে কখনও দেখিনি। প্রতিদিন সকালে হাঁটতে বের হই, কিন্তু আজ সকাল আটটা পর্যন্ত কুয়াশা ছিল। অবাক হয়ে গেছি।’

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে জানান, ‘কাশে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় তা জমে কুয়াশা সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।’

জিতেন্দ্র নাথ রায় আরও জানান, ‘রীষ্মের তাপপ্রবাহের মধ্যে আগামী ১৪ জুন থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.