The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ১১ জুন ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই তৌহিদুল আলম ওরফে বিকাশ (৩৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুর রশিদ (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। তারা শহরের ১২নং ওয়ার্ডের চরমোহনপুর লাহাপাড়া মহল্লার বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির নিকট গলি রাস্তায় বড় ভাই রশিদকে বুকে ও পিঠে ছুরি মেরে পালিয়ে যায় বিকাশ। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক বিকাশকে আটকে অভিযান  এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ২০১৪ সাল থেকে বিরোধ ছিল। তাঁরা তিন ভাই ও পাঁচ বোন।


এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার জমির বিরোধের জেরে বড় ভাই রশিদ ছোট ভাই বিকাশকে মারধর করলে ক্ষিপ্ত হয়ে বিকাশ এ কাজ করে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.