The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ১১ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১১ জুন ২০২৫

যশোরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে সীমান্তঘেঁষা দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম লিটন হোসেন (৩০)। তিনি ওই গ্রামের বাসিন্দা আজগার আলীর ছেলে।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন জানান, ‘নিহত লিটন হোসেন দলটির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ তিন-চারজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে লিটনকে কুপিয়ে হত্যা করেছে। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।’

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান বলেন, ‘মঙ্গলবার রাতে লিটন বাজারে বসে চা পান করছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান নামে দুইজন তাকে কুপিয়ে জখম করেছেন বলে শুনেছি। এরপর লিটনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে তার মৃত্যু হয়।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.