The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৩ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ১৩ জুন ২০২৫

করোনা সংক্রমণ রোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি 

করোনা সংক্রমণ রোধে মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি 

ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার (১৩ জুন) সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। 

এ ছাড়া বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। বিদেশি জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া আগামী ১৫ জুন অফিস খুলছে, সে ক্ষেত্রে সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তা ছাড়া বন্দর হাসপাতাল থেকেও সর্তকতা জারি করা হয়েছে। কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে হাসপাতালের বিশেষ দুটি নম্বরে যোগাযোগ করতে বলে হয়েছে। 

মো. মাকরুজ্জামান বলেন, বর্তমানে মোংলা বন্দরে আমদানি-রপ্তানি একেবারেই স্বাভাবিক রয়েছে। জেটিতে লোডিং-আনলোডিং হচ্ছে, আমদানি রপ্তানিকারকরা বন্দরে আসছেন তাদের পণ্য লোড-আনলোড করার জন্য বলে জানান তিনি।

তিনি বলেন, এ ছাড়াও বন্দরের ফেয়ারওয়েসহ বিভিন্ন পয়েন্টে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.