The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১৫ জুন ২০২৫

আপডেট: রবিবার, ১৫ জুন ২০২৫

ভবঘুরে গণি মিয়ার বস্তা থেকে মিলল তিন লাখ টাকা

ভবঘুরে গণি মিয়ার বস্তা থেকে মিলল তিন লাখ টাকা

নীলফামারীর সৈয়দপুর শহরে ভবঘুরে এক ব্যক্তির বস্তা ও পোশাকের ভাঁজে পাওয়া গেছে তিন লক্ষাধিক টাকা। নোংরা পোশাক আর কাঁধে বড় বস্তা নিয়ে পথেই দিন কাটান ভবঘুরে গণি মিয়া (৫০)। 

শনিবার (১৪ জুন) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওই ব্যক্তিকে গোসল করানোর উদ্যোগ নিলে এ সময় তার কাছে এই টাকার সন্ধান মেলে।

এ ছাড়া তার বস্তার ভেতর থেকে পাওয়া যায় জমির একাধিক দলিল-দস্তাবেজও।

অবস্থার গুরুত্ব বিবেচনায় সংগঠনের স্বেচ্ছাসেবক ময়নুল ইসলাম জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে সৈয়দপুর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিস গণি মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হলে মোট পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৬৯ হাজার ৫২ টাকা।

বর্তমানে টাকাগুলো সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সমাজকর্মী রশিদুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, শহরে দীর্ঘদিন ধরে ভবঘুরের মতো ঘুরে বেড়ান গণি মিয়া। তিনি সাধারণত কারো ক্ষতি করেন না এবং অনেকেই তাকে দয়া করে কিছু অর্থ দিয়ে সহায়তা করেন। এসব টাকাই তিনি খরচ না করে কাপড় বা বস্তার ভেতরে গুঁজে রাখতেন বলে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর থানা পুলিশের ওসি ফইম উদ্দীন বলেন, ‘ওই ব্যক্তি বেশির ভাগ সময় শহরের জিআরপি এলাকায় থাকেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি রংপুরের আলমনগরের রবার্টসনগঞ্জ এলাকায়। তার পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.